By golamrosul.lipu at 7 years ago
31 views
হাল ফ্যাশনের পোশাক পরেছেন আর পকেট থেকে বের করলেন একটা ছাল-চামড়া ওঠা মানিব্যাগ। মাঝেমধ্যে ব্যাপারটা নিশ্চয়ই বিব্রতকর! আবার উল্টোটাও আছে। মানিব্যাগ সংগ্রহ করাই অনেকের শখ। তবে শখ হোক আর প্রয়োজন—মানিব্যাগটা এখন স্টাইলের একটা অংশ হয়ে গেছে ছেলেদের কাছে। চামড়াজাত পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কারিগরের ব্যবস্থাপনা অংশীদার তানিয়া ওয়াহাব বলেন, ছেলেরা এখন নানা ধরনের ওয়ালেট ব্যবহার করে। অনেকে শুধু টাকা রাখার জন্য মানিব্যাগ বেছে নেন। কেউ আবার কার্ড ও টাকা—দুটোই রাখতে চান। আবার শুধু ভিজিটিং কার্ড বা ক্রেডিট কার্ড রাখার জন্য আলাদা ওয়ালেট আছে বাজারে। রঙের ক্ষেত্রে কালো মানিব্যাগের বাইরে এখন চকলেট, বাদামি, ছাই, নীল ইত্যাদি চলছে ভালো। তবে বয়স ও পেশার ওপর ভিত্তি করে ছেলেদের মানিব্যাগ বেছে নেওয়া উচিত। অনেকেই প্রয়োজনের কথা বিবেচনা করে বেছে নেন মানিব্যাগ। যাঁরা চাকরি করেন, তাঁদের জন্য বেশি কার্ড রাখার জন্য পকেট আছে এমন মানিব্যাগ বেছে নেওয়ার পরামর্শ দিলেন তানিয়া৷ তবে যাঁরা শিক্ষার্থী তাঁরা অনেকটা হালকা-পাতলা গোছের মানিব্যাগ কিনতে পারেন। https://www.facebook.com/alhamdulillah4u





